পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে প্রায় ২০ লক্ষ টাকার চিংড়ির রেণু আটক

 পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে প্রায় ২০ লক্ষ টাকার চিংড়ির রেণু আটক
আব্দুল আলীম খান পটুয়াখালী  প্রতিনিধিঃ পটুয়াখালী নতুন বাস স্ট্যান্ড থেকে ৫ মে সোমবার সকাল ৬:০০ ঘটিকার সময় ভ্রাম্যমান আদালত, একটি ট্রাক থেকে  ৫৯ টি ড্রাম  ভর্তি চিংড়ির রেনু  সহ ড্রাইভার ও হেলপারকে আটক করে ভ্রাম্যমাণ আদালত, এগুলোর বাজার মূল্য প্রায় ২০ লক্ষ টাকার মত।
 
জানা গেছে ,ড্রাইভার ও হেলপার কে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ এর ধারা মোতাবেক  ৪০০০ হাজার টাকা করে দুজনকে জরিমানা করা হয়।
 
ভ্রাম্যমান আদালতের  নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজির শাহ ও সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নাসির উদ্দিন, সহকারী মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, ক্ষেত্র সহকারী মৎস্য কর্মকর্তার কার্যালয় মোঃ সোহেল মাহমুদ, অফিস সহকারী মোহাম্মদ নেছার উদ্দিন এদের উপস্থিতিতে পটুয়াখালী ডিবি পুলিশের এসআই মোঃ জাকির এর  তত্ত্বাবধানে  ট্রাকটিকে কে নিয়ে যাওয়া হয় এবং রেনু পোনা গুলো  অবমুক্ত করা হয়।
 
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বন্যাতলী থেকে ট্রাকভর্তি রেনু পোনা পটুয়াখালী হয়ে ঢাকার উদ্দেশ্যে যাবে রেনু  গুলো বাজারজাত করার উদ্দেশ্যে। জানতে পেরে সাথে সাথে ফোর্স পাঠানো হয় এবং ৫৯ টি ড্রাম ভর্তি চিংড়ির রেনু সহ ট্রাকটিকে আটক করা হয় এবং  মোবাইল কোর্টের মাধ্যমে দুজনকে ৪০০০ হাজার টাকা করে মোট ৮০০০ টাকার জরিমানা করা হয়, গাড়ির ড্রাইভার মোঃ কবির হাওলাদার হেল্পার মোঃ তৌহিদ তিনি আরো জানান ডিবি পুলিশকে  সকল ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করুন। 
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজির শাহ জানান, সুনির্দিষ্টভাবে রেনুর মালিক চিহ্নিত করা যায়নি, ৫৯ টি  ড্রাম ভর্তি রেনু পোনা পাওয়া গেছে তিনি আরো জানান গাড়ির ড্রাইভার ও হেলপারকে মৎস্য সংরক্ষণ আইন ১৯৫০ ধারা মোতাবেক ৪০০০ টাকা করে দু জনকে জরিমানা করা হয়েছে এবং এ অভিযান অব্যাহত থাকবে।